সরকারি আদেশ স্থগিত, সাপ্তাহিক ‘একতা’ প্রকাশে বাধা নেই

সাপ্তাহিক 'একতা' প্রকাশনা বন্ধের সরকারি আদেশ স্থগিত করেছেন আদালত।
একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এতে কয়েক দশকের পুরোনো সাপ্তাহিকটি প্রকাশের পথে আইনি বাধা রইল না।
চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগে নিয়মিতভাবে কপি জমা না দেওয়ার কারণে ২০১৩ সালে একতার প্রকাশনা নিষিদ্ধ করে তৎকালীন সরকার।
এ আদেশ চ্যালেঞ্জ করে একতার ব্যবস্থাপনা সম্পাদক মুসলেম উদ্দিন একটি রিট দায়ের করেছিলেন।
আজ আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের স্থগিতাদেশের পর সাপ্তাহিক একতার প্রকাশনা পুনরায় শুরু করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।'
একই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এর আগে একটি রুল জারি করেন। রুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চাওয়া হয় যে, কেন একতার মিডিয়া হিসেবে তালিকাভুক্তি বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হবে না।
রুলটি এখনো হাইকোর্টে বিচারাধীন আছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান।
Comments