বকেয়া বেতনের দাবিতে রেলের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনসহ কয়েক দফা দাবিতে রেল মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী টিএলআর শ্রমিকরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর টেরিবাজারে আবদুল গনি রোডে রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, সকাল ১১টার দিকে শ্রমিকরা রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এসময় মন্ত্রণালয়ের প্রবেশপথ ভেতর থেকে বন্ধ করে রাখেন সেখানকার নিরাপত্তাকর্মীরা।
বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী টিএলআর অস্থায়ী (চার ডিভিশন) শ্রমিক ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
তাদের দাবির মধ্যে আছে—পাঁচ মাস থেকে ১১ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ২০২০ নিয়োগবিধি সংশোধন করে অস্থায়ী টিএলআর শ্রমিকের চাকরি স্থায়ী করতে হবে। সব অস্থায়ী টিএলআর শ্রমিকের বেতন ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। আগের মতো চাকরিতে বহাল করতে হবে।
Comments