বকেয়া বেতন-বোনাসের দাবিতে টঙ্গীতে দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ

হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ রোববার সকাল ৭টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিয়ে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের তথ্য অনুযায়ী, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ বারবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।

আজ সকাল ১০টায় গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই কারখানার শ্রমিকরা কয়েকদিন আগেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ২০ মার্চের মধ্যে তাদের বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে "নো ওয়ার্ক নো পে" ঘোষণা করে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।'

তিনি বলেন, 'এরপর থেকে শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন।'

বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে, শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে তারা আলোচনা করছে।

Comments

The Daily Star  | English

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

9m ago