জাতীয় ঐকমত্য কমিশন কোনো চাপে নেই: আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, সংস্কার আগে নাকি নির্বাচন, এই প্রশ্ন নিয়ে কমিশন কোনো চাপের মধ্যে নেই।

আজ সকালে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

কমিশন কোনো রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে কিনা জানতে চাইলে আলী রিয়াজ বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, যিনি জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। তাই চাপের প্রশ্ন ওঠে না, আমরা কোনো চাপ অনুভবও করি না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সুপারিশ উপস্থাপন করা তাদের দায়িত্ব। সেই প্রক্রিয়া চলমান রয়েছে। সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য আমরা তাদের সুপারিশ নিয়ে আলোচনা করছি। সুতরাং, আমরা কোনো চাপের মধ্যে নেই।

উল্লেখ্য, সংস্কার নিয়ে আলোচনার প্রথম ধাপে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক হবে।

সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবে, প্রথম বৈঠকটি হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে। অন্যান্য দলের সঙ্গে সংলাপের সময়সূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

এখন পর্যন্ত কমিশন ১৫টি রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কার সংক্রান্ত মতামত পেয়েছে।

তবে বিএনপি ও এনসিপিসহ ২৩টি দল এখনও মতামত জমা দেয়নি।

গত ৬ মার্চ কমিশন ৩৮টি রাজনৈতিক দলকে বিভিন্ন সংস্কার কমিশনের মূল সংস্কার প্রস্তাবনা সম্পর্কে তাদের মতামত জানতে একটি স্প্রেডশিট পাঠায়।

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

25m ago