গণঅভ্যুত্থানের পরও আগের মতো চাঁদাবাজি চলছে: আসিফ মাহমুদ

গণঅভ্যুত্থানের পরও দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুঃখজনকভাবে, সন্ত্রাস ও চাঁদাবাজি আগের মতোই চলছে। যারা চাঁদা আদায় করে, তারা মনে করে, এটি তাদের অধিকার। কিন্তু এ ধরনের অপরাধ বরদাশত করা হবে না।'

তিনি আরও বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কাজ করছে। মুরাদনগরের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যা গর্বের বিষয়। দেশের তরুণদেরও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।'

তরুণদের মাদকমুক্ত জীবন ও শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, 'আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে যেভাবে গড়ে তুলব, ঠিক তেমনই দেশ পাব।'

অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ল্যাপটপ ও সনদ বিতরণ করা হয়।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

16h ago