ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর চৌরাস্তায় ১ কিলোমিটার যানজট

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাংগাইলে মহাসড়কে গাজীপুর চৌরাস্তার আশপাশে অন্তত এক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে।
ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের বোর্ড বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কের গাজীপুরা থেকে চৌরাস্তা হয়ে সালনা পর্যন্ত যানজট তৈরি হয়েছে।
যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মহাসড়কে তৎপর থাকতে দেখা গেছে।
এদিকে ঢাকা-টাংগাইল মহাসড়কে গাজীপুর চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত যানবাহনের তীব্র চাপ রয়েছে। চৌরাস্তা এলাকায় সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক কিলোমিটার পথে থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে।
সকাল ১১টায় শেরপুর গামী সোনার বাংলা বাসের যাত্রী কামাল হোসেন (৪৫) দ্য ডেইলি স্টারকে বলেন, টঙ্গী থেকে চৌরাস্তায় আসতে তিন ঘণ্টা সময় লাগছে। সড়কে তীব্র যানজট। কিছুদূর এগিয়েই বাস থেমে থাকে। বোর্ড বাজার থেকে চৌরাস্তায় আসতে দুই ঘণ্টা সময় লাগছে।
গাজীপুরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানোর সময় কথা হয় বাসচালক আবদুল্লাহর সঙ্গে। তিনি বলেন, গাজীপুরা থেকে ১০ মিনিটের রাস্তা প্রায় দেড় ঘণ্টায় আসতে হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার আশোক কুমার পাল দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বাড়তে থাকে। সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর স্টেশনরোড, গাজীপুরা, বড়বাড়ি, মালেকের বাড়ি, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা মোড় ও এর আশপাশের অংশ, তেলিপাড়া এলাকায় ঘরমুখো মানুষ ও গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। সড়কে থেমে থেমে চলছে যানবাহন। সময়ের সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে।
Comments