প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শেহবাজ শরীফের

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরীফ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

আজ সোমবার ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় ঈদের শুভেচ্ছাও জানান শেহবাজ শরীফ।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শেহবাজ লিখেছেন, 'বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে দারুণ আলাপ হয়েছে।'

তিনি জানান, তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ।

একইসঙ্গে কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরীফ।

শেহবাজ শরীফ আরও বলেন, তিনি আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

'পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, ইনশাআল্লাহ,' বলেন শেহবাজ শরীফ।

Comments

The Daily Star  | English
national citizen party rally in Dhaka

NCP rally begins at Shaheed Minar

The event started at 5:00pm

1h ago