গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া সেই নাটকের মঞ্চায়ন শনিবার

প্রশাসনের ভাষ্য, মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্থানীয় রানীগঞ্জ উদয়ন সংঘের নাটক 'আপন দুলাল' শনিবার মঞ্চায়ন হবে।

আজ শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনিম দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ১১টায় পূর্ব নির্ধারিত মাঠেই নাটকটি মঞ্চায়ন হবে।

কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি, ইউনিয়ন যুবদলের দুই পক্ষের দ্বন্দ্বে নাটক মঞ্চায়ন বন্ধ হয়ে গিয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।'

এর আগে অভিযোগ ওঠে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে রানীগঞ্জ উদয়ন সংঘের মাঠে আয়োজিত নাটকটির মঞ্চায়ন মসজিদ কমিটির বাধায় বন্ধ হয়ে যায়।

আয়োজক খন্দকার শাহাদাত হোসেন ডেইলি স্টারকে জানিয়েছিলেন, মসজিদ কমিটির কথায় ডেকোরেটরের লোকজন তাদের মঞ্চ ও প্যান্ডেল খুলে নিয়ে গেছেন।

মসজিদ কমিটির সদস্যদের সঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে নূরুল আমিন বলেন, 'তারা বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এবং মঞ্চ-প্যান্ডেল খুলে নেওয়ার ঘটনাও ঘটেনি।'

একই কথা জানিয়েছে পুলিশ। এ সংক্রান্ত এক বিবৃতিতে পুলিশ বিভিন্ন গণমাধ্যমে ওই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদকে 'বিভ্রান্তিকর' বলে উল্লেখ করা হয়।

গত ৩ এপ্রিল সকাল ১০টার দিকে কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হকের নেতৃত্বে বাজারের লোকজন মিলে ঈদকে সামনে রেখে 'আপন দুলাল' নাটকটি মঞ্চায়িত করার জন্য মহড়া করে।

নাটকটি স্থানীয় বিএনপির জুনিয়র নেতারা আয়োজন করার কারণে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঝামেলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। পরে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের অনুরোধে দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হককে নাটক মঞ্চস্থ করতে নিষেধ করা হয়। এরপর নাটকে অংশগ্রহণকারীরা তাদের সিনিয়র নেতার কথা মেনে নাটক মঞ্চস্থ করা থেকে বিরত থাকেন, বলে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে পোস্টে আরও বলা হয়, কিছু কিছু সংবাদপত্র বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। তাছাড়া সংবাদপত্রগুলোতে রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব আজিজুল হকের যে উদ্ধৃতি ছাপা হয়েছে সেটি তিনি বলেননি বলে জানিয়েছেন।

কাপাসিয়ার বিষয়টি মূলত রাজনৈতিক ইস্যু, কোনো ধর্মীয় ইস্যু নয়। এ ক্ষেত্রে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি)।

Comments

The Daily Star  | English
2001 Ramna Batamul attack

HC fixes May 8 for verdict on Ramna Batamul bomb blast

On April 14, 2001, two bombs went off during 1408 Pahela Baishakh celebrations, leaving 10 dead, many injured

1h ago