মসজিদ কমিটির বাধায় গাজীপুরে নাটক মঞ্চায়ন বন্ধ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মসজিদ কমিটির বাধায় বন্ধ হয়ে গেছে স্থানীয় রানীগঞ্জ উদয়ন সংঘের একটি নাটকের মঞ্চায়ন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের একটি মাঠে 'আপন দুলাল' নামে নাটক মঞ্চ নাটক পরিবেশনের কথা ছিল।

আয়োজকরা জানিয়েছেন, গত ৫২ বছর ধরে ওই মাঠে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে নাটক, গীতিনাট্য, পালা গানের মঞ্চায়ন হয়ে আসছে। 'আপন দুলাল' নাটকটি ছিল ৫২তম আসর।

তারা আরও জানান, 'আপন দুলাল' মঞ্চায়নের জন্য মাসখানেক ধরে মহড়া চলে।

আয়োজকদের একজন খন্দকার শাহাদাত হোসেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে কোনো ধরনের অশ্লীলতা নেই। আপন দুলাল একটি গীতিনাট্য। একটি পরিশীলিত নাটক। তারপরও রানীগঞ্জ জামে মসজিদ কমিটির লোকজন নাটক মঞ্চায়নে বাধা দিয়েছেন।'

'গত বুধবার রাতে আমি ও আমার সহশিল্পীরা বাজারে বসেছিলাম। সে সময় রানীগঞ্জ জামে মসজিদের ইমাম আজিজুল হক তুষার, মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েকজন এসে নাটক মঞ্চায়ন করতে নিষেধ করেন। তারা চিরদিনের জন্য নাটক বন্ধ রাখতে বলেন,' যোগ করেন শাহাদাত।

এই নাট্যকর্মী আরও জানান, মসজিদ কমিটির কথায় এদিন সকাল ৯টার মধ্যে ডেকোরেটরের লোকজন মঞ্চ ও প্যান্ডেল খুলে নিয়ে যায়।

যোগাযোগ করা হলে রানীগঞ্জ মসজিদের ইমাম আজিজুল হক তুষার ডেইলি স্টারকে বলেন, 'সমাজে খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা আয়োজকদের অনুরোধ করেছে, তারা যেন নাটক মঞ্চায়ন না করেন। তারাও সমাজের ভালোর জন্য শেষ পর্যন্ত সেই আয়োজন বন্ধ করেছেন।'

মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'আমরা—সমাজের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে নাটক বন্ধ করে দিয়েছি। শুধু রানীগঞ্জ নয়, পুরো দুর্গাপুর ইউনিয়নে আর কখনো কোনো নাটক অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।'

এ ব্যাপারে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, 'আয়োজক কিংবা বাধা প্রদানকারী কোনো পক্ষই থানায় এ প্রসঙ্গে কিছু জানায়নি। বিষয়টি আমার জানা নেই।'

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনিম ডেইলি স্টারকে বলেন, 'নাটক হতে পারবে না বা নাটকে বাধা প্রদান করেছে বলে আমাকে কেউ জানায়নি। এ বিষয়ে আমি খোঁজ নেব।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

4h ago