নতুন শুল্ক ৩ মাস স্থগিতের অনুরোধ জানিয়ে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

ডোনাল্ড ট্রাম্প ও ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক আগামী ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চিঠিতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে ড. ইউনূস বলেন, 'আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি।'

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির দীর্ঘমেয়াদি চুক্তি করা প্রথম দেশও বাংলাদেশ।

তুলা, গম, ভুট্টা ও সয়াবিনের মতো মার্কিন কৃষিজ পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অধিকাংশ মার্কিন পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করে বাংলাদেশ। গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি পণ্যগুলোতে এই শুল্কের পরিমাণ আরও কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা।  

তিনি জানান, তুলা আমদানির গতি বাড়াতে বাংলাদেশ নির্দিষ্ট শুল্কমুক্ত বন্ডেড গুদাম নির্মাণ করবে।

প্রধান উপদেষ্টার চিঠিতে আরও বলা হয়, '(মার্কিন পণ্যে) আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিল করছি। প্যাকেজিং, লেবেলিং ও সার্টিফিকেশন প্রক্রিয়ার যৌক্তিকীকরণ করছি। এবং বাণিজ্য-সহায়ক পদক্ষেপ হিসেবে শুল্ক (কাস্টম) প্রক্রিয়া ও মান সহজতর করছি।' 

ট্রাম্প প্রশাসনের 'বাণিজ্যিক এজেন্ডাকে পূর্ণ সমর্থন দিতে বাংলাদেশ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে' বলেও প্রতিশ্রুতি দেন অধ্যাপক ইউনূস।

সামনে বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে একটি পৃথক চিঠি পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা।

Comments

The Daily Star  | English
new industrial gas price hike

New industrial, captive gas users to pay 33% more

From now on, new industrial connections will be charged Tk 40 per cubic metre

3h ago