এই সরকারই বিচারক সংকটের সমাধান করে যাবে: আইন উপদেষ্টা

বান্দরবানে চীফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন করেন আইন উপদেষ্টা। ছবি: বাসস

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদ্যমান বিচারক সংকট থাকবে না। লজিস্টিক সমস্যারও সমাধান করা হবে।

আজ শনিবার বান্দরবানে চীফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন।

আইন উপদেষ্টা বলেন, 'বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো এসেছি। নিয়োগ দিতেও সময় লাগে। বিচারক সংকট থাকবে না। আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা সমাধান করে যাবো।'

তিনি বলেন, 'পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে দিয়ে দেওয়া যায় কি না, বিষয়টি চিন্তার পর্যায়ে আছে। সিদ্ধান্ত হয়নি। সালিশে না হলে তখন কোর্টে আসবে। এতে কোর্টের ওপর চাপ কমবে।'

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

তাদের দাবির মধ্যে রয়েছে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা দেওয়া।

Comments

The Daily Star  | English

White smoke signals Catholic Church has new pope

White smoke rose from the Sistine Chapel and the bells of St. Peter's rang out on Thursday, signalling that cardinals have elected a new pope to succeed Pope Francis and take charge of the Roman Catholic Church

6m ago