এবারের আনন্দ শোভাযাত্রার কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই: সংস্কৃতি উপদেষ্টা

ফারুকী ‘শঙ্কামুক্ত’, আছেন নিবিড় পর্যবেক্ষণে
মোস্তফা সরয়ার ফারুকী। স্টার ফাইল ফটো

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের আনন্দ শোভাযাত্রার কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই।

তিনি বলেন, 'এর আগের বছরগুলোতে এই শোভাযাত্রাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার কাজে ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিস্টটের মুখাবয়ব ব্যবহার করেছিল। কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, ফ্যাসিবাদ সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া এখানে আর কোথাও রাজনীতির কিছু পাবেন না।'

'তবে হ্যাঁ, রাজনীতি কি আছে—বাংলাদেশের রাজনীতি। অর্থাৎ বাংলাদেশের সব জনগোষ্ঠীকে দেখবেন। বাংলাদেশের সব ঐতিহ্যকে দেখবেন, মানে সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য ও এর পরের ঐতিহ্য। সবকিছুর মিশ্রণ এখানে দেখতে পাবেন। ফলে কোনো টিপিক্যাল, সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এখানে নেই,' বলেন তিনি।

শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি, বরং চাপিয়ে আগে দেওয়া হয়েছিল। আগে যশোরে নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা। সেখান থেকে ঢাকায় এসে চাপানো হয় আনন্দ শোভাযাত্রা। তারপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা। এ বছর চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, যে নামে চারুকলায় শুরু হয়েছিল সেই নামে ফিরে যাবে। এটা তাদের সিদ্ধান্ত।'

তিনি বলেন, 'আজ থেকে ২০-৩০ বছর পর হয়তো আমরা এই পৃথিবীতে থাকব না। কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশে এভাবেই চলবে।'

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago