আড়িয়াল বিলের মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয়, সেই চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'অবৈধভাবে মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।'
আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন৷
কৃষকদের নানা দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে। বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।'
পুরো জেলায় ১৯০ কিলোমিটার এবং শ্রীনগর উপজেরায় ৩৫ কিলোমিটার খাল খনন করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, কৃষকদের শাক-সবজি সংরক্ষণে পাঁচ টন সক্ষমতার দুটি হিমাগার নির্মাণ করা হবে।
তিনি বলেন, 'যেখানেই সরকারি কল-কারখানা, সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।'
Comments