জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে স্নিগ্ধ নিজেই এ কথা জানান।
তিনি বলেন, 'আমার পড়ালেখা এখনো বাকি আছে। পড়ালেখার জন্য আমি সিইও হিসেবে সব দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমি পদত্যাগ করছি।'
তবে তিনি জুলাই ফাউন্ডেশনের গভর্নিং বডিতে থাকবেন বলে জানিয়েছেন।
স্নিগ্ধ আরও জানান, জুলাই ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।
Comments