শেরপুরে বিপৎসীমার ওপর দিয়ে বইছে চেল্লাখালী নদী

ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানায়।
গতকাল রাত ১০টায় এই নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ।
শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখিনুজ্জামান জানান, গত চার দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে ভোগাই নদীসহ কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছিল। এ অবস্থায় আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছে এলাকাবাসী।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, জেলায় ৯৪ ভাগ ধান কাটা শেষ হয়েছে এবং বাকি ধান দ্রুত কাটার জন্য কৃষকদেও পরামর্শ দেওয়া হয়েছে।
Comments