বিশ্ব পরিমাপ দিবস

‘বাংলাদেশ যেন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয়’

ছবি: সংগৃহীত

কৃষি, চিকিৎসা ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে বিশ্বব্যাপী অত্যাধুনিক পরিমাপ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিল্প উৎপাদনে সঠিকতা ও সূক্ষ্মতা নিশ্চিত করা, চতুর্থ শিল্প বিপ্লব এবং এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিমাপে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার ও জাতীয় পরিমাপ নীতিমালা প্রয়োজন।

আজ মঙ্গলবার বিআইএম মিলনায়তনে পণ্যের জাতীয় মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত বিশ্ব পরিমাপ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। 

'সর্বকালেই পরিমাপ সকলের জন্য' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, 'কৃষি, শিক্ষা এবং বিদ্যুৎখাতকে প্রাধান্য দিয়ে আগামী ১০ বছরের জন্য সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। আর এর প্রতিটি ক্ষেত্রে মোট্রোলজির গুরুত্ব রয়েছে।'

বাংলাদেশ যেন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশনে পরিণত না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। 

জাতীয় পরিমাপ নীতিমালা প্রণয়নের জন্য শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন অনুষ্ঠানের সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর। 

বিএসটিআই'র উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম জানান, বিএসটিআই'র মানচিহ্ন নকল ও অবৈধ ব্যবহার প্রতিরোধে অনলাইন কিউআর কোড সম্বলিত লাইসেন্স প্রদান, পণ্যের হালাল সনদ প্রদান, স্বর্ণের বিশুদ্ধতা যাচাইপূর্বক সনদ প্রদান শুরু করেছে। 

মাঠপর্যায়ে বিএসটিআই'র কার্যালয়ের মাধ্যমে সকল সেবা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।   

অনুষ্ঠানে বিএসটিআই'র সাবেক মহাপরিচালক মো: মুয়াজ্জেম হোসাইন, মো. আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে এসিআই লিমিটেড, স্কয়ারসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। 

এ বছরে বিশ্ব পরিমাপ দিবসে ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনজনকে ক্রেস্ট এবং আর্থিক সম্মাননা প্রদান করা হয়। 

 

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

4h ago