মৎস্য ভবন মোড় অবরোধ ইশরাক সমর্থকদের, যান চলাচল বন্ধ

মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: আমরান হোসাইন/স্টার

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দিয়েছে।

এর আগে আজ বুধবার সকাল থেকে ইশরাক হোসেনের সমর্থকরা মৎস্য ভবন, কাকরাইল ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। তারা এসব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা গতকাল ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি মানতে বুধবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন

তারা বলেছিলেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা পঞ্চম দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেন। ওই রায়ের পর গত ২৭ এপ্রিল তাকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

কিন্তু, ইশরাকের শপথ গ্রহণ বা তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বিক্ষোভ করছেন।

Comments

The Daily Star  | English

Interim govt committed to returning power to people: CA

"To build a stronger and resilient Bangladesh, we need big changes in our economy," Yunus said.

21m ago