জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ

বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ।
নজরুল জন্মজয়ন্তীর প্রাক্কালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। কবি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন উপমহাদেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
ব্রিটিশ শাসনামলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কবির কারাবাসের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, নজরুল প্রতিবাদের ভাষা হিসেবে কবিতাকে বেছে নিয়েছিলেন, যা তাকে বিদ্রোহী কবির উপাধি এনে দেয়।
এ বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নজরুলকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে।
কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া।
কাজী নজরুল ইসলাম রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ। তিনি কবিতা, গান ও উপন্যাসে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
অনন্ত প্রেরণার উৎস নজরুল কোমল আর কঠিনে মেশানো এক অপূর্ব ব্যক্তিত্ব। প্রেমে পূর্ণ, বেদনায় নীল; আবার প্রতিবাদে ঊর্মিমাতাল।
Comments