অধ্যাদেশ পুনর্মূল্যায়নের আশ্বাসে সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনে সাময়িক বিরতি

সচিবালয়ের কর্মচারীরা তাদের বিক্ষোভ কর্মসূচিতে সাময়িক বিরতি দিয়েছেন এবং সচিবালয়ের ভেতরে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি চলমান ছিল।
পরবর্তীতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্মূল্যায়নের জন্য একটি সচিব কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলে তারা কর্মসূচি সাময়িক স্থগিত করেন।
আন্দোলনরত কর্মচারীদের একাধিক নেতা দ্য ডেইলি স্টারকে জানান, আজই এই সচিব কমিটি করে তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হলেও সংবাদকর্মীদের ব্যাপারে কোনো আগাম নির্দেশনা ছিল না। কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহের কাজে এসে সচিবালয়ে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন।
পরবর্তীতে কর্মচারীদের আন্দোলন স্থগিত ঘোষণা করার পর সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে আজ টানা চতুর্থদিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সচিবালয়ের কর্মচারীরা।
গত বৃহস্পতিবার 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'-এর প্রস্তাবিত খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রোববার থেকে তা কার্যকর হয়।
দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের তদন্ত ছাড়াই দুই দফায় ১৪ দিনের নোটিশে কঠোর শাস্তি দেওয়া যাবে—অধ্যাদেশে এমন বিধান যুক্ত করেছে সরকার।
এই বিষয়টিকে নিবর্তনমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন কর্মচারীরা।
Comments