শাহজাদপুরে ভবনে আগুনে মৃত ২ জনের পরিচয় শনাক্ত

ভবনের ছয় তলায় চারজনের মরদেহ পাওয়া যায়। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মৃত চারজনের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ভবনটিতে আগুন লাগে। ভবনের ছয় তলায় চারজনের মরদেহ পাওয়া যায়। 

বিকেলে একজনের মরদেহ শনাক্ত হয়। তার নাম মিরন জমাদ্দার (৫৫), গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। বিদেশগামী ছেলেকে বিদায় দিতে তিনি ঢাকা এসেছিলেন।

এছাড়া, রাতে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী ইশরাফুল আলম সজিবের (৪০) মরদেহ শনাক্ত করা হয়েছে। তিনি নদ্দা কালাচাঁদপুর এলাকায় পরিবারসহ থাকতেন।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে স্বজনরা সজিবের মরদেহ শনাক্ত করেন। 

সজিবের শ্যালক মিজবাউল হক শান্ত ডেইলি স্টারকে বলেন, 'বিকেল থেকে সজিবকে ফোনে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে সজিবের স্ত্রী আফসানা মিমি ফোন দিয়ে বিষয়টি জানায়। রাত ৮টার দিকে গুলশান থানায় খোঁজ করতে যাই। পরে ঢাকা মেডিকেলে গিয়ে সজিবের মরদেহ পাই।'

তিনি আরও বলেন, 'সজিব ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। হয়ত বিদেশে যাওয়ার বিষয়ে কোনো ক্লায়েন্টের সঙ্গে হোটেলে দেখা করতে গিয়েছিলেন।'

এসআই পলাশ হোসেন জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার প্রক্রিয়া চলছে। দুটি মরদেহ এখনও অজ্ঞাত হিসেবে রয়ে গেছে। তাদের বয়স আনুমানিক ৩০-৪০ বছর।

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago