যানবাহনের চাপ, যমুনা সেতুর পূর্ব প্রান্তে ২৫ কিলোমিটার রাস্তায় ধীরগতি

ছবি: স্টার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। সেতুর পূর্ব প্রান্তে ২৫ কিলোমিটার এলাকায় কোথাও ধীর গতিতে আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

এদিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তে যানজট কমাতে ঢাকামুখী লেন বন্ধ রেখে সেতুর উভয় লেন দিয়ে উত্তরমুখী গাড়ি পারাপার করা হচ্ছে।

সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, যানবাহনের চাপের মুখে সকাল ৭টা ৪০ মিনিট থেকে সেতুর উভয় লেন দিয়ে ঈদে ঘরে ফেরা যাত্রীদের উত্তরমুখী গাড়িগুলি পার করে দেয়া হচ্ছে।

মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশ জানায়, শুধু যানবাহনের অতিরিক্ত চাপই নয়, রাস্তায় গাড়ি বিকল হওয়া, ছোটখাটো দুর্ঘটনা এবং ট্রাফিক আইন ভঙ্গ ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে গতকাল তীব্র যানজট থাকার পর আজও একই চিত্র দেখা যাচ্ছে। সকালে টাঙ্গাইলের ঘারিন্দায় একটি ট্রাক উল্টে গেলে যানজট সৃষ্টি হয়।

রাস্তায় গাড়ির তীব্র চাপ রয়েছে জানিয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরীফ বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে দায়িত্ব পালন করছেন পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি।

২৪ ঘণ্টায় (বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত) যমুনা সেতু দিয়ে ঈদযাত্রায় রেকর্ড ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

1h ago