যমুনা সেতুর পূর্ব প্রান্তে ২০ কিলোমিটার রাস্তাজুড়ে যানবাহনের ধীরগতি 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার রাস্তাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। ছবি: স্টার

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২০ কিলোমিটার রাস্তাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। 

আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটায় এই প্রতিবেদন তৈরির সময় মহাসড়কের রাবনা বাইপাস থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও দাঁড়িয়ে, আবার কোথাও থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে।

এর আগে অতিরিক্ত গাড়ির চাপ, রাস্তায় একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনায় পড়ার কারণে ভোর রাত থেকে টাঙ্গাইলের আশেকপুর থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। দুপুর ২টার পর থেকে কিছুটা প্রশমিত হয় এই যানজট। 

যানজট ও ধীর গতির যান চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো বাড়ি ফেরা মানুষ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৮টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ দ্য ডেইলি স্টার কে জানান, 'সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। তবে কোথাও থেমে নেই। এখনো গাড়ির চাপ রয়েছে।'

উল্লেখ্য, উত্তরের জেলাগুলোর গেটওয়ে হিসাবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরের ১৬টি জেলাসহ মোট ২৩টি জেলার কমপক্ষে ১১৬টি রুটের ১৮ থেকে ২০ হাজার যান চলাচল করে। ঈদে এই সংখ্যা প্রায় তিনগুণ পর্যন্ত বাড়ে। 

Comments

The Daily Star  | English
islami bank profit falls in 2024

Islami Bank’s profit falls 83% in 2024

Surging payouts to depositors, higher provision expenses hit the bank’s earnings

1h ago