ঢাকার সব আবাসিক-বাণিজ্যিক ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ হাইকোর্টের

সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সব আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছাদে পর্যাপ্ত ও কার্যকর সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে ঢাকায় বিভিন্ন ভবনের ছাদে স্থাপিত বিদ্যমান সোলার প্যানেল কার্যকরভাবে চালু রাখার ব্যর্থতাকে কেন অসাংবিধানিক ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একই রুলও জারি করেছেন বেঞ্চ।

রুল জারির পাশাপাশি হাইকোর্ট বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন আদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা) ঢাকার বিভিন্ন ভবনে ইতোমধ্যে স্থাপিত সোলার প্যানেল সচল করার নির্দেশ দিয়েছেন।

আগামী ৬ মাসের মধ্যে আদালতের আদেশ প্রতিপালন সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেলা জানিয়েছে, নবায়নযোগ্য শক্তির ব্যবহারের হার বাড়িয়ে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ঢাকার অব্যবহৃত ছাদগুলোতে পর্যাপ্ত সোলার প্যানেল স্থাপন ও ইতোমধ্যে স্থাপিত নিষ্ক্রিয় সোলার প্যানেলগুলো সক্রিয় করতে জনস্বার্থে এ রিট করা হয়েছিল।

এতে আরও বলা হয়, গত ২৬ জুন প্রধান উপদেষ্টা শুধু সরকারি স্থাপনার ছাদে সোলার প্যানেল বসিয়ে সোলার বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। আদালতের আজকের নির্দেশ ঢাকার সব আবাসিক ও বাণিজ্যিক ভবনের জন্য প্রযোজ্য হবে।

রিটের বিবাদীরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব; রাজউক ও স্রেডার চেয়ারম্যান; ডিপিডিসি ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক; রিহ্যাবের সভাপতি।

বেলার পক্ষে মামলার শুনানি করেন এস হাসানুল বান্না এবং রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

Comments

The Daily Star  | English

Yunus thanks foreign medical teams for treating Milestone crash victims

A delegation of 21 physicians and nurses from Singapore, China, and India met Yunus at Jamuna

2h ago