‘জুলাই শহীদ দিবসে’ বুধবার রাষ্ট্রীয় শোক

ড্রোন শোয়ে আবু সাঈদ। ছবি: এমরান হোসেন/স্টার

আগামীকাল ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। 

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

এর আগে মন্ত্রিসভায় এ দিনটিকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছিল।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামীকাল বুধবার প্রথমবারের মতো 'জুলাই শহীদ দিবস' পালন হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে পতাকা অর্ধনমিত রাখতে হবে।

এদিন শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়াসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উল্লিখিত দিবসটি উপলক্ষে শুধু এ বছরের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। পরবর্তী বছরগুলোতে যদি এই দিনে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে হয় সেক্ষেত্রে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং তৎকালীন সরকার দলীয় ক্যাডাররা হামলা করে। 

এতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সারা দেশে অন্তত ৬ জনকে হত্যার খবরে কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয়। পরে ৫ আগস্ট ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

Comments

The Daily Star  | English

Groundwater crisis deepens in coastal Chattogram

Tube wells run dry as salinity and iron contamination rise far above safe limits, leaving residents struggling for drinkable water

26m ago