ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো: আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফেব্রুয়ারিতে নির্বাচন, ফেব্রুয়ারিতেই আমরা চলে যাবো–মাথার মধ্যে এমন ভাবনা রেখেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, 'নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।'

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ঘোষিত সময়সীমা প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা এই মন্তব্য করেন।

আইন উপদেষ্টা আরও বলেন, 'সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের স্যার (ড. ইউনূস) সর্বজনস্বীকৃত একজন বিশ্বপর্যায়ের ব্যক্তিত্ব, তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।'

নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ারই অংশ মন্তব্য করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, 'আমাদের দেশে রাজনীতি নিয়ে যে ট্র্যাডিশনাল কথাবার্তা হতো, এখনো ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি। ফলে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে কে কী বলবেন, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।'

Comments

The Daily Star  | English

HRSS calls 2024 'one of Bangladesh's deadliest'

Rights group calls for enhanced safeguards for women, children and minorities

45m ago