৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হলেন ২ উপদেষ্টা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভেতরে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা।

আজ সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে তাদের গাড়িবহর বের হয়।

গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ী সংলগ্ন মেট্রোরেল ডিপো দিয়ে বের হয়ে যায়। 

ক্যাম্পাসের বাইরে অবস্থানরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের এ সময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।

গতকাল ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাইলস্টোন কলেজে যান।

পরিদর্শন শেষে ফেরার সময় শিক্ষার্থীরা তাদের পথ আটকায়। শিক্ষার্থীরা গাফিলতির অভিযোগ তুলে উপদেষ্টাদের ঘিরে বিক্ষোভ শুরু করে।

এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা পুলিশের প্রহরায় সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। বের হওয়ার ১০ মিনিট পর সংলগ্ন সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের সদস্যরা আবার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঢুকে অবস্থান নেন।

ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টার দিকে দ্য ডেইলি স্টার প্রতিবেদক জানান, দুই উপদেষ্টা ক্যাম্পাসের ৭ নম্বর ভবন একাডেমিক ভবনে অবস্থান নিয়েছেন।

তাদের গাড়িবহর গার্লস ক্যাম্পাসের পেছনে পার্ক করে রাখা হয়েছে।

ক্যাম্পাসের বাইরে দিয়াবাড়ী গোলচত্বর এলাকায় পুলিশ অবস্থান নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে: নিহত শিক্ষার্থীদের নাম-পরিচয়সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সঠিক তালিকা দেওয়া, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো ও অনিরাপদ প্রশিক্ষণ বিমান অবিলম্বে বাতিল করা।

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

1h ago