মাইলস্টোন কলেজ থেকে বেরিয়ে আবার বিক্ষোভের মুখে ২ উপদেষ্টা

মাইলস্টোনে উপদেষ্টা অবরোধ
উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে দুই উপদেষ্টার গাড়ি ঘিরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: মুনতাকিম সাদ/স্টার

দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে থাকার পর পুলিশি পাহারায় মাইলস্টোন কলেজ থেকে বের হয়ে বিক্ষোভের মুখে আবার কলেজের ভেতরে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে বিপুলসংখ্যক পুলিশের সহায়তায় কলেজ প্রাঙ্গণ ছাড়েন উপদেষ্টারা।

কিন্তু, কলেজ থেকে বের হয়ে আরেক দফায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। মেট্রোরেল ডিপোর পাশে হাজারের অধিক শিক্ষার্থী উপদেষ্টাদের গাড়ি ঘিরে স্লোগান দেন। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস টিমের সদস্যরাও। এরপর তারা আবার কলেজের ভেতরে ঢুকে যান।

এর আগে ৩টার দিকে প্রায় দুইশ পুলিশ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল থেকে অবরুদ্ধ থাকা উপদেষ্টাদের বের করে আনতে পুলিশ প্রস্তুতি শুরু করলে পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।

তবে এর কিছুক্ষণ আগেও উত্তপ্ত ছিল কলেজ প্রাঙ্গণ। দুপুর সোয়া ২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ৫ নম্বর ভবনের ফটকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা 'ভুয়া, ভুয়া' বলে স্লোগান দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। হামলার মুখে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

শিক্ষার্থীরা গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব পালনে বাধা দেয়। গণমাধ্যম নিহত শিক্ষার্থীদের 'সঠিক সংখ্যা' প্রকাশ করছে না বলে তারা অভিযোগ করে। বিকেল সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাইলস্টোন কলেজে যান। পরিদর্শন শেষে তারা যখন ফিরছিলেন, তখন শিক্ষার্থীরা গাফিলতির অভিযোগ তুলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। পরে উপদেষ্টারা কলেজের কয়েকজন শিক্ষককে সঙ্গে নিয়ে ৫ নম্বর ভবনের নিচতলার একটি সম্মেলন কক্ষে আশ্রয় নেন। সেখান থেকে তারা লাউডস্পিকারের মাধ্যমে মাঠে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে: নিহত শিক্ষার্থীদের নাম-পরিচয়সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সঠিক তালিকা দেওয়া, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো ও অনিরাপদ প্রশিক্ষণ বিমান অবিলম্বে বাতিল করা।

Comments

The Daily Star  | English

Trump says no summit deal reached with Putin over ending war in Ukraine

The anticlimactic end to the closely watched summit was in stark contrast to the pomp and circumstance with which it began

2h ago