মাইলস্টোনের আরেক শিক্ষক মাসুকা বেগমকে ব্রাহ্মণবাড়িয়ায় দাফন

শিক্ষক মাসুকা বেগম নিপু। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরেক শিক্ষক মাসুকা বেগম নিপুর দাফন সম্পন্ন হয়েছে।

শেষ ইচ্ছা অনুযায়ী আজ মঙ্গলবার বিকেলে বড় বোনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তাকে দাফন করা হয়।

মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার বাংলা মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

স্বজনরা জানান, বিমানটি বিধ্বস্তের সময় মাসুকা বেগম ক্লাসে ছিলেন। পরে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

ওই ইনস্টিটিউটের রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

আজ সকাল পৌনে ১০টার দিকে বার্ন ইনস্টিটিউট থেকে মাসুকা বেগমের মরদেহ বড় বোন পাপড়ি রহমানের কাছে হস্তান্তর করা হয়।

মাসুকা বেগমের স্বজনরা জানান, হাসপাতালে পাশের বেডে চিকিৎসাধীন আরেক শিক্ষককে মাসুকা বেগম তার শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মৃত্যুর পর যেন তাকে বড় বোনের বাড়িতে দাফন করা হয়। সে অনুযায়ী তার মরদেহ সোহাগপুর গ্রামে দাফন করা হয়।

মাসুকা বেগমের সহকর্মী সাফায়েত ঢালী জানান, দুর্ঘটনার পর মাসুকা বেগমের কোনো স্বজন পাশে ছিলেন না। পরে তিনিই দায়িত্ব নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন। 

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে সোহাগপুর ঈদগাহ মাঠে মাসুকা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ওই গ্রামের খাঁ বাড়ি কবরস্থানে দাফন করা হয়।

 

Comments

The Daily Star  | English

Bangladesh, Malaysia to take part in regional peace mission to Myanmar

Securing peace in Myanmar is a great priority, said Malaysian Prime Minister Anwar Ibrahim at a joint press conference today

1h ago