মাইলস্টোন স্কুলের আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্কুলটির সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহিল ফারাবি আয়ান (১৪) আজ ভোররাত ১টা ৪৫ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান
তিনি জানান, শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল আয়ানের।
এই মৃত্যুর মধ্য দিয়ে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৮ জন মারা গেল।
স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা সংশোধন করে ৩৩ জনে নামিয়ে আনে। আয়ানের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জন।
দুর্ঘটনায় আহত ৩৩ জন এখনো বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে, যাদের মধ্যে ২৭ জনই শিশু।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং নয়জনের অবস্থা গুরুতর।
Comments