পরিবহন মালিক-শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত

সরকারের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকরা আজ রোববার ১২ আগস্ট থেকে তাদের প্রস্তাবিত ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বিদ্যুৎ ভবনে বৈঠক হয়।
বৈঠক শেষে এ ঘোষণা দেন হুমায়ুন কবির।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের স্টেশন রোডে হোটেল সৈকতে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বিভাগীয় সমাবেশে বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানান সমিতির কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ।
দাবি না মানলে আগামী ১২ আগস্ট ভোর ৬টা থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে বলেও আল্টিমেটাম দেন তিনি।
Comments