দৌলতপুরের চরাঞ্চল প্লাবিত, ১৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ

ছবি: স্টার

পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলের কয়েকটি গ্রামের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডুবে গেছে সড়ক ও প্রায় এক হাজার হেক্টর ফসলি জমি।

দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী জানিয়েছেন, রামকৃষ্ণপুর, মরিচা, চিলমারি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কারণে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বরাবর চিঠিও দেওয়া হয়েছে। আমাদেরও সংগ্রহে কিছু খাবার আছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।'

মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত আমার ইউনিয়নের ২০-৩০টি বাড়ি ডুবে গেছে। ফসলের অনেক ক্ষতি হয়েছে। প্রায় হাজার বিঘা ফসলের মাঠ এখন পানির নিচে।'

বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, 'হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। বর্তমানে ওই পয়েন্টে পানি রয়েছে ১২ দশমিক ৮৯ মিটার।'

তিনি আরও বলেন, 'জেলায় এখনো বন্যা পরিস্থিতির তৈরি হয়নি। দৌলতপুর উপজেলার চরাঞ্চলের নিচু এলাকায় পানি উঠেছে।'

Comments

The Daily Star  | English

No real relief for the poor

As prices soar, poor and middle-class struggle with rising cost of living

13h ago