মার্কিন বিমানবাহিনীর প্রথম বাংলাদেশি-আমেরিকান ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান

শরীফুল এম. খান। ছবি: মার্কিন বিমানবাহিনী

বাংলাদেশে জন্মগ্রহণকারী শরীফুল এম. খান যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই পদ পেলেন।

আজ মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুক পোস্টে এ তথ্য জানা গেছে।

পোস্টে বলা হয়, 'ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম. খানকে অভিনন্দন। তিনি আমেরিকার উৎকর্ষের অনন্য প্রতীক এবং বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর জন্য পথপ্রদর্শক। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে এই পদমর্যাদা অর্জনকারী প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল খানের নিবেদন ও সেবার মূল্যবোধ মাতৃভূমির সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অগ্রযাত্রায় উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়েছে।'

বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল খান ভার্জিনিয়ার আর্লিংটনে পেন্টাগনে 'গোল্ডেন ডোম ফর আমেরিকার' স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনি কৌশল, নীতি, পরিকল্পনা ও সমন্বিত কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং শিল্প, একাডেমিয়া, জাতীয় গবেষণাগার ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলেন।

১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন প্রাপ্ত হওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল খান মহাকাশ নিয়ন্ত্রণ, উৎক্ষেপণ ও ন্যাশনাল রিকনাইসেন্স অফিসের স্যাটেলাইট অপারেশনে কাজ করেছেন।

তিনি ২০০১ সালে কুয়েতের আলি আল সালেম এয়ার বেসে দায়িত্ব পালন করেন এবং পরে ২০০৭ সালে 'অপারেশন সাইলেন্ট সেনট্রি' এর ডিপ্লয়মেন্ট কমান্ডার ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল খান এয়ার ফোর্স একাডেমি থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও তিনি একাধিক উচ্চতর ডিগ্রিধারী, যার মধ্যে রয়েছে—এমএসসি ইন স্পেস সিস্টেমস অপারেশনস ম্যানেজমেন্ট (ওয়েবস্টার ইউনিভার্সিটি), এমএসসি ইন স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স (ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ), এমফিল ইন মিলিটারি স্ট্র্যাটেজি (স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ)।

Comments

The Daily Star  | English

Groundwater crisis deepens in coastal Chattogram

Tube wells run dry as salinity and iron contamination rise far above safe limits, leaving residents struggling for drinkable water

1h ago