শ্রমিক নিহত: ২ দিন পর চালু উত্তরা ইপিজেড

শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এভারগ্রিন প্রোডাক্টস (বিডি) লিমিটেডের এক শ্রমিক নিহতের ঘটনায় টানা দুই দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় চালু হয়েছে নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)।
গতকাল রাতে ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। ওই বৈঠকের যৌথ সিদ্ধান্তে ইপিজেডের কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
নীলফামারী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুস সামাদ শিকদার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আজ থেকে ইপিজেডের সব ফ্যাক্টরির কার্যক্রম শুরু হবে। তবে সমস্যার কেন্দ্রে থাকা এভারগ্রিন প্রোডাক্টস (বিডি) লিমিটেড চালু হবে আগামী শনিবার থেকে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে একটি সমঝোতাপত্রে সাক্ষর করবে।
তিনি বলেন, 'পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে জেলা প্রশাসন।'
ইপিজেডের নির্বাহী পরিচালক আব্দুল জব্বার জানান, গত কয়েকদিন ধরে এভারগ্রিন প্রোডাক্টস (বিডি) লিমিটেডের শ্রমিকরা প্রায় ৫০ জন কর্মী ছাঁটাই করে। তারা চাকরি শেষের সুযোগ-সুবিধা (টার্মিনেশন বেনিফিট) দাবি করে আসছিলেন।
গত রাতের বৈঠকে এভারগ্রিন প্রোডাক্টস (বিডি) লিমিটেডের কর্মকর্তারা সংঘর্ষে আহতদের চিকিৎসার খরচ বহন ও আহত শ্রমিকদের অবসরকালীন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে জানান তিনি।
তিনি বলেন, নিহত শ্রমিকের দাফনের জন্য কারখানা কর্তৃপক্ষ তার পরিবারকে দুই লাখ টাকা প্রদান করে।
এর আগে, শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে মঙ্গলবার ও বুধবার ইপিজেডটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংঘর্ষের পর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ঘটনা তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করে। নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমানকে এই কমিটির প্রধান করা হয়েছে।
Comments