পুলিশ-বিএনপি সংঘর্ষ: আহত ছাত্রদল নেতা নূর আলম মারা গেছেন

বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
nuur.jpg
ছবি: সংগৃহীত

বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূর আলম রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ভোলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর জানান, নূরে আলম গত রোববার পুলিশের গুলিতে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

উল্লেখ্য, লোডশেডিং ও বিদ্যুৎখাতে অনিয়ম ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সেদিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম নিহত হন।

এ নিয়ে ভোলার ঘটনায় দুই জনের মৃত্যু হলো।

Comments

The Daily Star  | English

Speed limit set for all types of vehicles

The speed limit for cars, buses, and minibuses on expressways would be 80km per hour, while it would be 60kmph for motorcycles and 50kmph for trucks.

12h ago