হরতালে প্রতিবাদী গান নিয়ে রাস্তায় বাম জোট নেতাকর্মীরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের নেতা-কর্মীরা গান গেয়ে ও সড়কে প্রতিবাদের ভাষা লিখে সেখানে অবস্থান করছেন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

জ্বালানি তেল, ইউরিয়া সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালনের অংশ হিসেবে রাজধানীর পল্টন মোড়সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

হরতাল পালন করছেন বাম জোটের নেতা-কর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টি সংগঠন সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেসব এলাকার বেশকিছু দোকান বন্ধ থাকতে দেখা যায়।

হরতাল পালন করছেন বাম জোটের নেতা-কর্মীরা। ছবি: এমরান হোসেন/স্টার

সকালে প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নেন। তারা মাইকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। তাদেরকে গান গেয়ে ও সড়কে প্রতিবাদের ভাষা লিখে সেখানে অবস্থান করতেও দেখা যায়।

হরতাল পালন করছেন বাম জোটের নেতা-কর্মীরা। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

এ কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের যাত্রীরা। অনেককে পায়ে হেঁটেও গন্তব্যে যেতে দেখা যায়। সমাবেশের সামনে দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। মোটরসাইকেল, বাস, রিকশার যাত্রীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সড়কে যানজট দেখা দিয়েছে। গুলিস্তানমুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে একটি অংশে হরতাল সমর্থকদের দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। যানবাহন ফিরিয়ে দেওয়া নিয়ে মাঝেমধ্যে পুলিশের সঙ্গে কথাকাটাকাটি হচ্ছে হরতালকারীদের।

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

3h ago