আক্রমণ করলে পুলিশ কি বসে থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।
বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে
ওবায়দুল কাদের। ফাইল ছবি: বাসস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।

তিনি বলেন, 'পুলিশকে আক্রমণ করলে পুলিশ কি বসে থাকবে? পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে।'

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি ২০১৩-১৪ সালের অগ্নিসন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে। মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য এবং আন্দোলন জমানোর জন্য নিজেরাই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ যাতে তাদের ওপর চড়াও হয়।

'পুলিশকে আক্রমণ করবেন পুলিশ কি নিজেকে রক্ষা করবে না? নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আওয়ামী লীগকে হারাতে পারবে না বলেই তারা এই অরাজকতা তৈরি করেছে,' তিনি যোগ করেন।

Comments