ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, রংপুরে যুবদল নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রংপুরে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে রংপুরে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে যুবদল নেতা তহিদুল ইসলামকে নগরীর নব্দীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তহিদুল পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের অজিত উল্লাহ'র ছেলে এবং ওই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা গেছে, তহিদুল ইসলাম গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই ঘটনায় কল্যাণী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তহিদুল কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নূর আলমের ভাতিজা।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মামলা দায়েরের পর নব্দীগঞ্জ এলাকা থেকে তহিদুলকে আজ গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Comments