নারায়ণগঞ্জে পুলিশের মামলায় মহানগর বিএনপির ২২ নেতার আগাম জামিন

নারায়ণগঞ্জে পুলিশের মামলায় মহানগর বিএনপির ২২ নেতার আগাম জামিন
নারায়ণগঞ্জে পুলিশের মামলায় মহানগর বিএনপির ২২ নেতার আগাম জামিন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন মহানগর বিএনপির ২২ নেতা।

আজ বুধবার দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

জামিনপ্রাপ্তরা হলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহেমেদসহ ২২ জন।

বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মারইয়াম খন্দকার ও অ্যাডভোকেট মো. নুরুল হুদা।

ব্যারিস্টার মারইয়াম খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।'

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এতে শাওন নামের একজন যুবক নিহত হন।

এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাসহ ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ করা হয়। এ মামলায় এর আগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

12h ago