'আপনারা চমকের জন্য প্রস্তুত থাকতে পারেন'

মির্জা ফখরুল ইসলাম ও সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন নিয়ে কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ হয়। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

সংলাপ শেষে মির্জা ফখরুল বলেন, 'বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আন্দোলনের দাবিগুলোর বিষয়ে আমরা একমত হয়েছি।'

'প্রধান দাবিগুলোর মধ্যে আমরা নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছি। আমরা এই সরকারের পদত্যাগের ব্যাপারে একমত হয়েছি। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা একমত হয়েছি। একই সঙ্গে আমরা খালেদা জিয়াসহ সব নেতা-কর্মীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও একমত হয়েছি।'

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির চলমান সংলাপের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, 'প্রথম দফা সংলাপে আমরা যুগপৎ আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে নীতিগতভাবে একমত হয়েছিলাম।'

'দ্বিতীয় দফা সংলাপে আমরা কোন কোন দাবিতে বা কোন কোন ইস্যুতে আন্দোলনটা করব সেই বিষয়ে আলোচনা করে ঐকমত্যে এসেছি।'

তিনি জানান, দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, 'আমাদের সকল সদস্য এই আলোচনা অংশ নিয়েছেন এবং আমরা বলেছি যে, যুগপৎ আন্দোলন কবে? তবে আমরা একমত হয়েছি তারিখটা প্রকাশ না করার জন্যে।'

তিনি বলেন, 'বাংলা শব্দ বলতে পারি, চমক আছে। আপনারা তার জন্যে প্রস্তুত থাকতে পারেন।'

বিএনপি মহাসচিব প্রথম দফায় ২০ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চের মোট ২৩টি দলের সঙ্গে সংলাপ করেছেন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago