ময়মনসিংহে পুলিশের মামলায় আসামি বিএনপির ৪০০ নেতা-কর্মী

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির অন্তত ৪০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
Mymensingh.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির অন্তত ৪০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসূচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়। বিকেলের দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে নেতা-কর্মীরা নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের ১ উপপরিদর্শক ও ১  আওয়ামী লীগ নেতা আহত হন। পরে পুলিশ ২ পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, 'পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় মামলাটি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Border killings: Bangladesh has made protest language stronger, says foreign adviser

The adviser reiterated Bangladesh’s firm call for an end to the killings, emphasising that such actions harm bilateral relations without benefiting either country.

33m ago