পদত্যাগ করলে সংকটের সমাধান করতে পারবেন গ্যারান্টি আছে?

বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পদত্যাগ করলে আপনারা এ বৈশ্বিক সংকটের সমাধান করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আর কোন নিয়মে সরকার যাবে? নিয়ম তো আছে, দেশে নির্বাচন হবে।
quader_10dec21.jpg
ছবি: বাসস

বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পদত্যাগ করলে আপনারা এ বৈশ্বিক সংকটের সমাধান করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আর কোন নিয়মে সরকার যাবে? নিয়ম তো আছে, দেশে নির্বাচন হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংকট কাটাতে একটু বেগ পেতে হচ্ছে সে জন্য সরকারের পদত্যাগ করতে হবে, এটা তো কথা হতে পারে না! প্রথমবারের মতো একটা আইন হয়েছে নির্বাচন কমিশনের। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে সরকার সহযোগিতা করবে। সরকারের হস্তক্ষেপ করার কোনো বিষয় নেই। আমরা ইতোপূর্বে হস্তক্ষেপ করিনি এবং আগামী সাধারণ নির্বাচনেও সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

তিনি আরও বলেন, আমরা কেন তত্ত্বাবধায়ক সরকার করবো! পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে! আমাদের আইনে তত্ত্বাবধায়ক বাদ গেছে। সেই তত্ত্বাবধায়কের ভুত কেন নামাতে পারছে না বিএনপি আমি জানি না।

জ্বালানি, জীবন-যাপনের খরচ, ফুড ক্রাইসিস সারা দুনিয়ায় আজকে বাড়তির দিকে। এটা বাংলাদেশের সৃষ্ট নয়। আমাদের বিরোধী দল কথায় কথায় ঠিক মতো বিদ্যুৎ-গ্যাস-তেল দিতে না পারলে পদত্যাগ করুন বলে। ফ্রান্সে একসঙ্গে ২০ শতাংশ পেট্রল স্টেশন বন্ধ করে দিতে হয়েছিল। সেখানে কি তারা সরকারের পদত্যাগ দাবি করছিল? সেখানে বিক্ষোভ হয়েছে। মানুষ কষ্টে থাকলে বিক্ষোভ তো করতেই পারে! মানুষের কষ্টটা আমরা বুঝি। আমরা জনগণকে বলবো, কোন বাস্তবতার মুখে আমরা আজকে এই অবস্থায় উপনীত হয়েছি এবং আমাদের কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সেটা তো আজ আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক বলছে, দ্য ওয়ার্স্ট ইজ ইয়েট টু কাম। সে অবস্থায় আমাদের কিছু কিছু বিষয় আছে, যেমন আমরা খাদ্য নিয়ে বিপদে পড়বো শিগগির সে সম্ভাবনা নেই। তারপরও আমরা আগাম চিন্তা করে রেখেছি, বলেন কাদের।

তিনি আরও বলেন, গ্যাস-তেলের ব্যাপারে যাদের কাছে আছে তাদের সঙ্গে আলাপ করেছি। আমি আশা করি, এখানেও ইতিবাচক কিছু পাওয়া যেতে পারে; সুলতান অব ব্রুনেই এসেছেন। তাদের কাছেও আমাদের প্রস্তাব আছে তেল ও গ্যাসের।

Comments