কোনো প্রতিবন্ধকতাই খুলনার জনস্রোত রুখতে পারবে না: মির্জা ফখরুল

জাতীয় দল ও ইসলামিক পার্টির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

কোনো প্রতিবন্ধকতাই খুলনার বিভাগীয় সমাবেশের জনস্রোতকে রুখতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় দল ও ইসলামিক পার্টির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরিবহন ধর্মঘটের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'সমাবেশে এ সবের এতটুকু প্রভাব পড়বে না। ময়মনসিংহে আপনারা দেখেছেন কীভাবে মানুষ এসেছে। ট্রলারে করে, নৌকায় করে বিভিন্নভাবে। একইভাবে রিকশায় করে, রিকশাওয়ালারা মানুষজন নিয়ে এসেছে। তারা ভাড়া পর্যন্ত নেয়নি। এটাই হচ্ছে জনগণের অংশগ্রহণ।'

'খুলনাতেও দেখবেন তারা (ক্ষমতাসীনরা) যত গাড়ি বন্ধ করুক, যা কিছু করুক, একইভাবে জনগণ গণতন্ত্রের দাবিতে উপস্থিত হবে খুলনার সমাবেশে। আমরা কোনো প্রতিবন্ধকতা, কোনো হরতাল মানব না, আমরা কোনো কারফিউও মানব না, আমরা সেখানে (সমাবেশ) উপস্থিত হবই,' বলেন তিনি।

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত ময়মনসিংহের বিভাগীয় সমাবেশের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'ময়মনসিংহেও এভাবে তারা গাড়ি-ঘোড়াসহ পরিবহন বন্ধ করেছিল, ঠেকাতে পারেনি। আপনারাও ছিলেন সবাই। ওরা জনগণের ঢলকে প্রতিরোধ করতে পারেনি।'

আগামী ২২ অক্টোবর খুলনার সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় সমাবেশ বিএনপির। এ সমাবেশকে সামনে রেখে মালিক শ্রমিক সংগঠনগুলো ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

সরকারি দলের শীর্ষ পর্যায় থেকে সভা-সমাবেশে বাধা দেওয়া হবে না বলা হলেও, কেন এই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, 'আজ পর্যন্ত কী আওয়ামী লীগ তাদের কোনো কথা রাখতে পেরেছে? রাখতে পারেনি। কারণ তারা বিশ্বাসই করে, যা বলব তা করব না। ঠিক উল্টাটা করে। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো কারণ নেই।'

'বিএনপি আরেকটা ১/১১ সৃষ্টির দিবা স্বপ্ন দেখছে' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, '১/১১ ওরা করেছে। সেই অভ্যাস তাদের আছে। সেজন্য তারা এই কথা মনে করে।'

'আমরা কোনো দিবাস্বপ্ন দেখি না। আমরা স্বপ্ন দেখি একটা গণতান্ত্রিক বাংলাদেশের, আমরা স্বপ্ন দেখি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার, আমরা স্বপ্ন দেখি সত্যিকার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করার,' বলেন তিনি।

'আওয়ামী লীগও রাজপথে নামবে' এ বক্তব্যের জবাবে তিনি বলেন, 'ওখানে তো কোনো আপত্তি নাই। উনাদের সেই গণতান্ত্রিক অধিকার আছে রাজপথে নামতেই পারেন। কিন্তু একইসঙ্গে সব বিরোধী দলকে তাদের অধিকার নিশ্চিত করতে হবে, এটা সরকার হিসেবে তাদের দায়িত্ব।'

বিকেল ৪টায় প্রথমে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং বিকাল ৫টায় ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সঙ্গে সংলাপে বসেন বিএনপি মহাসচিব।

দুই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

54m ago