দুর্ভিক্ষ আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে: আমীর খসরু

রংপুর কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় জনসমাবেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছে, দেশে দুর্ভিক্ষ নেমে আসার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে।

তিনি বলেন, দুর্ভিক্ষের আগেই আপনাকে ক্ষমতাচ্যুত করা হবে। আজ শনিবার রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে এই কথা বলেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিভাগীয় পর্যায়ে এই সমাবেশ করছে বিএনপি। দুপুর সোয়া ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

গ্যাস-বিদ্যুৎ সংকটসহ দেশের অর্থনীতির করুণ চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতি হুমকির মুখে।

আমীর খসরু বলেন, 'সাধারণত বিরোধী দল হরতাল ডাকলেও এখন সরকার ডাকছে। তাই বুঝতেই পারছেন সরকারের কী অবস্থা। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'

তিনি বলেন, দল আন্দোলনের ডাক দিলেও রংপুর বিভাগের জনগণ সমাবেশে ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে বিপ্লব করেছে।

তিনি বলেন, সংলাপ সরকারের ফাঁদ। তাই বিএনপি সরকারের সঙ্গে কোনো সংলাপে বসবে না। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমরা সেদিকেই যাব।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত। এটা সরকারকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত ছাড়া আর কিছুই নয়।

'দলের সদস্যদের সংগ্রাম বৃথা যাবে না। শেখ হাসিনাকে অবশ্যই যেতে হবে এবং যাবেন,' বলেন তিনি।

টুকু বলেন, 'এবারের আন্দোলন শুধু জয়ের জন্য। জয় ছাড়া আমরা ঘরে ফিরব না।'

দলের ভাইস চেয়ারম্যান ও এই সমাবেশের সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন বলেন, রংপুরের মানুষ দেখিয়েছে, যত বাধা তত বড় গণজমায়েত।

রংপুর মিছিলের শহরে পরিণত হয়েছে। গণরোষ থেকে বাঁচতে শান্তিপূর্ণভাবে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago