নাটোর

বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে বাধা, ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ

নাটোরে বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দিতে মারপিট ও ধাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
নাটোরে সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়া হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নাটোরে বিএনপি নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দিতে মারপিট ও ধাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আজ সোমবার সকালে ১০টার দিকে শহরের আলাইপুর মুসলিম ইনস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এরপর সকাল ১১টার দিকে আবারও মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা তাদের দলীয় অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ সকাল সাড়ে ১০টা থেকে নাটোরের আলাইপুর উপশহর মাঠে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

 

Comments