সরকার শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করছে: খন্দকার মোশাররফ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচাল করতে শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করছে।
কুমিল্লার বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচাল করতে শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করছে।

আজ সোমবার কুমিল্লা ঝাউতলায় হোটেল এলিট প্যালেসের কনফারেন্স কক্ষে বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'সরকার দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না। কারণ সরকারের হাতে এর লাগাম নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট।'

আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ নিয়ে আজ এই প্রস্তুতি সভা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

Comments