ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
একই সভায় মহিলা লীগের সম্মেলন ২৬ নভেম্বর, আর যুব মহিলা লীগের সম্মেলন ৯ ডিসেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের ২৯তম সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। সেসময় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। পরে ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে 'ভারমুক্ত' করা হয়।
Comments