বিএনপির গণসমাবেশের আগের দিন আ. লীগের মিছিল-সমাবেশ
বিএনপির গণসমাবেশকে সামনে রেখে ফরিদপুরে মিছিল সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জেলা শাখা আওয়ামী লীগ।
আগামী শনিবার ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এর আগের দিন শুক্রবার বিকেলে শহরে মিছিল সমাবেশ করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে এক চিঠিতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও শাহ মোহাম্মদ ইশকিয়াক আরিফ বলেছেন, সারা দেশে বিএনপির আগুন সন্ত্রাস, ভাঙচুর, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আগামী শুক্রবার শেখ রাসেল স্কয়ারে বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বিএনপির গণসমাবেশের আগের দিন জেলা আওয়ামী লীগের এ কর্মসূচি সুনজরে দেখছে না বিএনপি নেতৃবৃন্দ। ফরিদপুরে সমাবেশ কমিটির সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, আমরা বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছি অন্তত দুই মাস আগে। আমাদের সমাবেশের আগের দিন সমাবেশ করা থেকে বিরত থাকতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাচ্ছি।
আওয়ামী লীগের কর্মসূচিকে 'উদ্দেশ্যমূলক' মন্তব্য করে শামা ওবায়েদ বলেন, প্রত্যাশা করি সংঘাত এড়াতে প্রশাসন এ ব্যাপারে ভূমিকা রাখবে। একটি দলের বিভাগীয় গণসমাবেশের আগের দিন এ জাতীয় উদ্যোগ দুঃখজনক।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ বলেন, ১১ নভেম্বর পূর্ব-নির্ধারিত কর্মসূচি আমরা পালন করব। এটি পাল্টা-পাল্টি কোনো বিষয় না। বিএনপি তাদের সামাবেশ করবে, আমরা আমাদের সমাবেশ করব।
তিনি আরও বলেন, বিএনপির সমাবেশে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা আমাদের কর্মসূচি পালন করব মাত্র।
Comments