সিলেটে বিএনপির গণসমাবেশ: প্রস্তুত হচ্ছে মঞ্চ, ব্যানারে ঢাকছে রাস্তাঘাট

সমাবেশকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে মঞ্চ। ছবি: শেখ নাসির

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। নগরীর চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ হবে। সমাবেশকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে মঞ্চ এবং ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট।

আজ শনিবার সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, অন্তত ৩০ জন ব্যক্তি সমাবেশের মঞ্চ ও সমাবেশস্থলে প্যান্ডেল নির্মাণের কাজ করছেন। মঞ্চের মূল কাঠামোর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়াও, সমাবেশস্থলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তার পার্শ্ববর্তী ও মধ্যবর্তী ডিভাইডার নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে।

ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট। ছবি: শেখ নাসির

বিএনপির সমাবেশকে সফল করতে মোট ৫টি উপকমিটি গঠন করেছে সিলেট বিএনপি। এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, 'এ সমাবেশের লক্ষ্য নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের ধারাবাহিকতায় দেশের মানুষকে উদ্বুদ্ধ করা। বর্তমান শাসকগোষ্ঠীর দেশ পরিচালনায় ব্যর্থতা ও দেশের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস এবং আমাদের নেত্রীকে গৃহে অন্তরীণ করে রাখার ইস্যু নিয়ে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ।'

ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট। ছবি: শেখ নাসির

তিনি বলেন, 'এখন পর্যন্ত ভেন্যু বা গণসমাবেশ আয়োজনে সরাসরি কোনো বাঁধার সম্মুখীন হইনি। আলিয়া মাদ্রাসার পুরো মাঠটিই সমাবেশের জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা আশা করছি সিলেটের গণসমাবেশে ৪ লাখের বেশি লোকসমাগত হবে।'

বিএনপি ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে গণসমাবেশ আয়োজন করেছে এবং আজ ফরিদপুরে বিএনপির গণসমাবেশ চলছে। এরপরই সিলেটের গণসমাবেশ।

 

Comments

The Daily Star  | English

CSA getting scrapped

The interim government yesterday decided in principle to repeal the Cyber Security Act which has been used to curb press freedom and supress political opposition.

2h ago