ত্রি-বার্ষিক সম্মেলন

লক্ষ্মীপুর আ. লীগের নেতৃত্বে নারীদের মূল্যায়ন চায় তৃণমূল

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আজ মঙ্গলবার দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা স্টেডিয়ামে আসছেন দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও প্রধান বক্তা হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বক্তব্য রাখার কথা রয়েছে। বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখবেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ অনেকে। উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।   

সম্মেলন সফল করতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট গত কয়েকদিন ধরে প্রস্তুতিমূলক সভা করে আসছিল। প্রায় অর্ধ লাখ লোকের সমাগম নিশ্চিত করতে গঠন করা হয়েছে ৭টি উপকমিটি।

তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, ত্যাগী নেতাদের অগ্রাধিকার এবং বিতর্কিতদের বাদ দেওয়া হোক।

নেতা-কর্মীদের মতে, সভাপতি ও সম্পাদক পদের দৌড়ে আছেন অন্তত এক ডজন নেতা। এর মধ্যে সভাপতি পদে আলোচনায় রয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী এম এ হাসেম, বর্তমান কমিটির সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ এফ জসীম উদ্দিন আহমদই আসছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এছাড়া পদপ্রত্যাশী রয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

একাধিক তৃণমূল নেতা-কর্মী জানিয়েছেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে নারীদের মূল্যায়ন প্রয়োজন। এ বিষয়ে জেলা মহিলা আওয়ামী লীগ নেতা বীণা রহমান বলেন, দলে নারীদের ৩৩ ভাগ অংশগ্রহণের কথা থাকলেও এথানে তা নেই।

জেলা মহিলা আওয়ামী লীগের আরেক নেতা সুরাইয়া আক্তার বলেন, জেলার ৪টি আসনেই নারীদের প্রাধান্য দেওয়া উচিত।

সম্মেলন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, নেতা-কর্মীদের মধ্যে সম্মেলন ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কমিটিতে পুরনো নেতারা থাকবেন, নতুন মুখও আসবে। কেন্দ্র যাদের দায়িত্ব দেবে তাদের নেতৃত্বেই দল চলবে।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago