ময়মনসিংহে আ. লীগের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ বিএনপির

ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ তুলেছেন বিএনপি নেতাকর্মীরা।
ময়মনসিংহে আ. লীগের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ বিএনপির
ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ তুলেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ তুলেছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সাড়ে ৩টার দিকে ফুলপুর উপজেলার কুরিয়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় ১২জন আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পদক এমরান সালেহ প্রিন্স ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল ৩টায় ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গরুর হাট এলাকায় উপজেলা ও পৌর বিএনপি'র কর্মী সম্মেলন ছিল। সম্মেলন শুরু হওয়ার পর নেতাকর্মীরা জানতে পারেন হেলমেট পরিহিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩০-৩৫ জন কর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ করিয়াব্রিজ এলাকায় বিভিন্ন গাড়ি তল্লাশি করে আমাকে খুঁজছে। এ খবর পেয়ে আমি হালুয়াঘাট থেকে আসার পথে নাগলা এলাকায় অবস্থান করি।'

'কর্মীসভা থেকে দলীয় নেতারা আমাকে নিয়ে আসার জন্য করিয়াব্রিজ এলাকায় পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালিয়ে ৩টি গাড়ি ভাঙচুর করে ও কয়েক রাউন্ড ককটেলও চার্জ করে। এসময় দলের ১২জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরে ৪টার দিকে সম্মেলন আবার শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ'র সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন, কেন্দ্রীয় সদস্য শাহ শহীদ সারোয়ার, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল হক, উত্তর জেলা বিএনপির সহ আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও হাফেজ আজিজুল হক।

এদিকে গাড়ি ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনবলেন, 'খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কাউকে পাইনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। বিএনপির পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফুলপুর উপজেলা যুবলীগ সভাপতি ও ফুলপুর পৌর মেয়র শশধর সেন বলেন, 'এ ঘটনা সম্পর্কে আমি জানি না।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago